চার কেন্দ্রের উপনির্বাচনে রেকর্ড গড়েছে তৃণমূল। শাসক দলের কাছে কার্যত দাঁড়াতেই পারল না বিজেপি। আর উপনির্বাচনের ফলাফল নিয়ে ঘাসফুল শিবিরকেই আক্রমণ করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, সন্ত্রাসের আবহে ভোট হওয়ার জন্যই শাসকদলের এই ফলাফল।
মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশের পর সাংবাদিক বৈঠক করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। দিলীপ ঘোষের কটাক্ষ, আগামী ভোটগুলিতে একটাই দল প্রার্থী দেবে, বাকিরা কেউ সুযোগ পাবে না। তৃণমূলের বিরুদ্ধে তাঁর অভিযোগ, উপনির্বাচনে আমাদের প্রচার করতে দেওয়া হয়নি। প্রচারের জন্য ভয়ে আমাদের কেউ গাড়ি ভাড়া দেয়নি। বলেন, দিনহাটায় রীতিমত সন্ত্রাসের আবহে ভোট হয়েছে। আগামী দিনে রাজ্যে কোনও গণতান্ত্রিক পরিবেশ থাকবে না। তারপরেই তাঁর খোঁচা, এবার ভোট হলে ১০০% ভোটই পাবে তৃণমূল।
এদিকে নির্বাচনের শোচনীয় হার নিয়ে দলীয় মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, মানুষের রায় আমরা মেনে নিচ্ছি। তবে আগামী দিনে তৃণমূলের বিরূদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।
উল্লেখ্য উপনির্বাচনে চার কেন্দ্রের মধ্যে তিন কেন্দ্রে জামানত জব্দ হয়েছে বিজেপি প্রার্থীদের। খড়দা, দিনহাটা, গোসাবা তিনটি কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত গেরুয়া শিবিরের।
Comments are closed.