রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তোপ দেগে পত্রপাঠ দল থেকে বহিষ্কৃত হয়েছেন, হাওড়ার সদরের বিজেপি জেলা সভাপতি সুরজিৎ সাহা। পুরভোটের আগেই বিজেপির এই কোন্দলকে কেন্দ্র করে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। এবার জেলা সভাপতির বহিষ্কার নিয়ে মুখ খুললেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
দলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে দিলীপ বলেন, কেউ দলের শৃঙ্খলা ভাঙলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দলের জন্য এটাই যুক্তি সঙ্গত কাজ। তিনি আরও বলেন, এটাই প্রথম নয়। এর আগেও অনেকে দল ছেড়েছেন। এই ঘটনায় দলের খুব একটা সমস্যা হবে না। যদিও দলের একাংশের যে শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ রয়েছে তাও তিনি স্বীকার করেছেন।
বিরোধী দলনেতা সম্পর্কে বলতে গিয়ে মেদিনীপুরের সাংসদ বলেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে দলের একাংশের ক্ষোভ আগে থেকেই ছিল। এর জেরে অনেকে দল ছেড়েও গিয়েছেন। তবে শুভেন্দুর বিরুদ্ধে দলের মধ্যে একাংশের ক্ষোভ থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
উল্লেখ্য বুধবার নারদা কাণ্ডের প্রসঙ্গ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তুলধনা করেন বিজেপির জেলা সভাপতি সুরজিৎ সাহা। বিজেপির তৃণমূলিকরণ হচ্ছে বলেও সুর চড়ান তিনি। আর জেরেই কয়েক ঘন্টার মধ্যেই তাঁকে দল থেকে বহিষ্কৃত করে রাজ্য বিজেপি।
Comments are closed.