জল্পনাই সত্যি হল। রবিবার ‘ভুল স্বীকার’ করে তৃণমূলে ফিরলেন রাজীব ব্যানার্জি। রাজীবের প্রত্যাবর্তন নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজীবের বিজেপি ছাড়া নিয়ে এবার তাঁকে তুলধনা করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টের জেরে ফের একবার রাজ্য বিজেপিতে ভাঙনের জল্পনা তৈরি হয়েছে।
রবিবার রাতে দিলীপ একটি ফেসবুক পোস্টে লেখেন, অনেকেই নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিল। কিছুজন গিয়েছেন, কিছু এখনও রয়েছেন। এখনও উৎপাত করছেন। এরপরেই বিজেপি সাংসদের হুঁশিয়ারি, সবাইকে বাদ দেব। দলবদল করতে পারে এমন নেতাদের বিরুদ্ধে তাঁর অভিযোগ এরা চায় না, বিজেপি শক্তিশালী হোক।
প্রাক্তন রাজ্য সভাপতির এই পোস্ট ঘিরেই ফের একবার রাজ্য রাজনীতিতে বিজেপির ভাঙন নিয়ে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, দিলীপ ঘোষের পোস্ট থেকে এটা পরিষ্কার যে তৃণমূল থেকে আগত আরও অনেক নেতাই মুকুল রায়, রাজীব ব্যানার্জিদের মতো ফের একবার নিজেদের পুরোনো দলে ফিরে যেতে পারেন। আর যার জেরে ড্যামেজ কন্ট্রোল করতেই আগাম দিলীপ ঘোষ হুঙ্কার দিয়েছেন, দলে যাঁরা ‘উৎপাত’ করছেন তাঁদের বিজেপি থেকে ‘বাদ’ দেওয়া হবে।
এদিকে রাজীব ব্যানার্জি তৃণমূলে ফেরায় হাওড়ার বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক এদিন তাঁকে স্বাগত জানিয়ে আবির খেলেন। যদিও রাজীবের ফেরা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রাজ্যের সমবায় মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়, এবং বিধানসভা নির্বাচনে ডোমজুড়ের জয়ী তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ।
Comments are closed.