সকালেই ট্যুইট করে রাজ্য বিজেপিকে ‘আপাতত বিদায়’ জানিয়েছেন তথাগত রায়। যার জেরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে নানান জল্পনা ছড়িয়েছে। এবার এনিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফের একবার মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালকে একহাত নিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি। দিলীপ ঘোষ সংবাদমাধ্যমে জানান, উনি দলে থেকেই বা কী লাভ হচ্ছে আমার জানা নেই। কটাক্ষের সুরে বিজেপি সাংসদ বলেন, উনি কী করবেন, তা ওঁর ব্যাপার। আমার ওঁকে নিয়ে ভাবার সময় নেই। আমি দল এবং দলের কর্মীদের নিয়ে ভাবি।
তথাগতের ট্যুইটের পর রাজ্য বিজেপির অন্দরেও নানা রকমের গুঞ্জন শুরু হয়েছে। তিনি যদি পুরোপুরি বিজেপি ছাড়েনও তাহলে ভবিষৎতে কী করবেন? তা নিয়েও রাজনৈতিক মহলের একাংশের মনে প্রশ্ন দানা বেঁধেছে। তথাগত রায়ের ট্যুইট নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে কার্যত প্রতিক্রিয়াহীন ছিলেন তিনি। তাঁর কথায়, তথাগত বাবু আমাদের দলের সিনিয়র নেতা। ওনার ট্যুইট নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। একই সঙ্গে বালুরঘাটের সাংসদের সংযোজন, উনি এখন দলের কোনও পদে নেই।
উল্লেখ্য, শনিবার সকালেই ফের বিস্ফোরক ট্যুইট করেন তথাগত রায়। নেতৃত্বের একাংশকে কটাক্ষের পাশাপাশি ট্যুইটের শেষ অংশে তিনি লেখেন, ‘আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি’, আর যা নিয়ে এদিন সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।
Comments are closed.