বিজেপি গঙ্গার মতো পবিত্র, অনেকে এই পবিত্রতাকে সহ্য করতে পারছে না; বেসুরো প্রবীর ঘোষালকে বিঁধলেন দিলীপ ঘোষ
জাগো বাংলায় ‘কেন বিজেপি করা যায় না’ শীর্ষক কলাম লিখে শোরগোল ফেলে দিয়েছিলেন বেসুরো বিজেপি নেতা প্রবীর ঘোষাল। কলাম লিখেই থামেননি তিনি, সাংবাদিক বৈঠক করে দলের বিরুদ্ধে একধিক বিস্ফোরক অভিযোগ করেছিলেন। এবার প্রবীর ঘোষালকে পালটা জবাব দিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রবীরের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, ভারতীয় জনতা পার্টি গঙ্গার মতো পবিত্র ছিল, থাকবে। অনেকেই এঁদো পুকুরে অভ্যস্ত, সেখানেই চলে যান ভালো থাকবেন।
এখানেই থামেননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পদ্ম ত্যাগীদেরকে আক্রমণ শানিয়ে বলেন, ওখানে নো এন্ট্রির বোর্ড আছে। এখনও অনেককে নেওয়া হচ্ছে না। যাঁরা ঢুকতে পারছেন না, তাঁরা এক ধরণের কষ্টে আছেন। দলবদলুদের উদ্দেশ্যে বিজেপি সাংসদের খোঁচা, কেউ কেউ বলছেন আগে ভুল করেছেন, কেউ বলেছেন এখন ভুল করছেন। আগে ঠিক করুন কখন ভুল করেছেন।
উল্লেখ্য, একুশের ভোটের মুখেই রাজীব ব্যানার্জির সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে যোগ দেন প্রবীর ঘোষাল। উত্তরপাড়া থেকে বিজেপির টিকিটে ভোটেও লড়েন তিনি। যদিও তৃণমূল প্রার্থী কাঞ্চল মল্লিকের কাছে হেরে যান। ভোটে পরাজয়ের পর থেকেই বিজেপির কোনও কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। আর সম্প্রতি তৃণমূলের মুখপত্রে কলাম লেখার পাশাপাশি গেরুয়া শিবিরের বিরুদ্ধে বেশ কয়েকটি চাঞ্চ্যকর অভিযোগ আনেন। যার জেরে ফের তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
Comments are closed.