সব কিছুতেই GST, ভ্যাকসিনে নয় কেন? প্রশ্ন দিলীপ ঘোষের
করোনা ভ্যাকসিনের উপর থেকে জিএসটি প্রত্যাহের দাবি নিয়ে সরব বিরোধীরা, আর এবার সেই জিএসটি নিয়েই জোর সওয়াল করলেন দিলীপ ঘোষ
সব জিনিসের উপরেই তো GST বসেছে। তাহলে ভ্যাকসিনে কেন নয়? শুক্রবার শ্রীরামপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক শেষে এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি।
করোনা ভ্যাকসিনের উপর থেকে জিএসটি প্রত্যাহের দাবি নিয়ে সরব বিরোধীরা, আর এবার সেই জিএসটি নিয়েই জোর সওয়াল করলেন দিলীপ ঘোষ।
সেই সঙ্গে তাঁর অভিযোগ, বিনামূল্যে কেন্দ্রের পাঠানো ভ্যাকসিন রাজ্যে ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। কেন্দ্র যে ভ্যাকসিন বিনামূল্যে পাঠাচ্ছে তা কী করে রাজ্যে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, প্রশ্ন বিজেপি নেতার। পাশাপাশি তিনি দাবি করেন, রাজ্যের উচিত ভ্যাকসিন নিয়ে স্বেতপত্র প্রকাশ করা।
উল্লেখ বৃহস্পতিবার বণিকসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন জিএসটির জেরে ভ্যাকসিনের দাম বেশি পড়ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি একাধিক রাজ্য থেকে একই দাবি উঠেছে।
সম্প্রতি ভ্যাকসিন এবং অন্যান্য চিকিৎসা সামগ্রীর উপর কর লাগু নিয়ে আলোচনাও হয় জিএসটি কাউন্সিলে। যদিও তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। জানা যাচ্ছে আগামী ৮ জুন জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে। ওইদিন এ নিয়ে আলোচনা হতে পারে। ভ্যাকসিন সহ অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের উপর কেন্দ্র কর প্রত্যাহার করে কিনা এখন সেটাই দেখার।
এদিন সাংবাদিক বৈঠক থেকে ফের একবার ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসকদলের দিকে আঙ্গুল তোলেন মেদিনীপুরের সাংসদ। বলেন, এখনও বিজেপির বহু কর্মী ঘর ছাড়া। জায়গায় জায়গায় আমাদের সমর্থকদের অত্যাচার করা হচ্ছে। তাঁর দাবি, রাজ্য সরকারকে জানিয়েও কোন লাভ হয়নি। বিজেপির রাজ্য সভাপতির বিস্ফোরক অভিযোগ, আমাদের কর্মীরা থানায় গেলে পুলিশ বলছে পাঁচ বছর মার খেতে হবে। এভাবে তো চলতে পারেনা।
Comments are closed.