মাত্র ৬৭ বছর বয়সেই প্রায়ত পরিণীতার পরিচালক প্রদীপ সরকার। বর্তমান প্রজন্মে বলিউডে যে ক’জন বাঙালি পরিচালক এক্কেবারে প্রথম সারিতে কাজ করতেন তাঁদের মধ্যে অন্যতম প্রদীপ সরকার। শুক্রবার সকালে পরিচালক হনসল মেহেতা প্রদীপ সরকারের প্রয়াণের খবর জানান।
পরিচালকের পরিবার সূত্রে খবর, অসুস্থার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার ভোর সাড়ে তিনটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনেক দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। কিডনির ডায়ালিসিসও করা হয়েছিল। চিকিৎসা চলছিল তাঁর। বাঙালি পরিচালকের প্রয়াণে শোকের ছায়া বলিউডে।
বিজ্ঞাপনের ছবি দিয়ে কাজ শুরু। বাংলা ছবিতে কাজ না করলেও তাঁর প্রথম ছবি পরিণীতার প্রেক্ষাপট ছিল কলকাতাই। যা দেশ তো বটেই বাংলা ছবির দর্শকদেরও মন জয় করে নিয়েছিল। নিজের প্রথম ছবিতেই ছাপ ফেলে গিয়েছিলেন প্রদীপ সরকার। ‘পরিণীতা’ ছাড়াও ‘লাগা চুনারি মে দাগ’ ‘মর্দানি’র মতো একের পর এক সফল ছবির পরিচালনা করেছেন তিনি।
Comments are closed.