কোষাগার শূন্য: ওএনজিসি, আইওসি, কোল ইন্ডিয়া সহ ২৮ রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রির ঘোষণা কেন্দ্রের

দ্বিতীয় মোদী সরকার ক্ষমতায় আসার পরেই জানানো হয়েছিল, অলাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। আর কয়েকদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বেসরকারিকরণের সময়সীমাও উল্লেখ করে জানিয়ে দেন, ২০২০ সালের মার্চ মাসের মধ্যেই বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে এয়ার ইন্ডিয়াকে। এবার কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করলেন, আপাতত ২৮ টি রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি করে দেওয়া হচ্ছে। সোমবার সংসদে দাঁড়িয়ে অনুরাগ ঠাকুর জানান, কেন্দ্রের তরফে ২৮ টি রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি সম্পর্কে পূর্ণ সম্মতি দিয়ে দেওয়া হয়েছে। যার মধ্যে নির্মলা সীতারমনের ঘোষণা মতো এয়ার ইন্ডিয়া ছাড়া রয়েছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি), ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), গেইল ইন্ডিয়া লিমিটেড, এনএইচপিসি লিমিটেড, এনটিপিসি, এনএমডিসি লিমিটেড, কোল ইন্ডিয়া, ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেডের মতো লাভজনক রাষ্ট্রায়াত্ত সংস্থা।
লোকসভায় অনুরাগ ঠাকুর জানান, চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত ১৭ হাজার ৩৬৪ কোটি টাকা তুলতে পেরেছে সরকার। তবে লক্ষ্যমাত্রা ১.০৫ লক্ষ কোটি টাকা। এই অবস্থায় মোদী সরকারের লক্ষ্য রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শেয়ার বিক্রি করে আর্থিক ঘাটতি মেটানো।

 

Comments are closed.