দীঘায় মহিলা পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হল। মহিলা পুলিশের বিশেষ স্কোয়াডের উদ্বোধন করা হল। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে মঙ্গলবার কাঁথিতে এই স্কোয়াডের উদ্বোধন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে এই স্কোয়াডের উদ্বোধন করেন মঙ্গলবার।
জানা গিয়েছে, দীঘায় মহিলা পর্যটকদের নিরাপত্তার জন্য পাঁচটি গাড়ি থাকবে। এছাড়াও বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশের একটি টিম থাকবে দীঘা শহরে। কোনও মহিলার কাছে নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ পেলেই ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই সেই জায়গায় পৌঁছে যাবে মহিলা পুলিশের এই টিম। জানা গিয়েছে, আরেকটি মহিলা পুলিশের টিম থাকবে কাঁথি পুরসভা এলাকায়।
সমুদ্র শহর দীঘাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জি। সমুদ্র সৈকতের আকর্ষণ আরও বাড়াতে নিত্যনতুন পদক্ষেপ করছে প্রশাসন। মঙ্গলবারই জানা গিয়েছে, দিঘায় ওয়াটার পার্ক গড়ে তোলার জন্য উদ্যোগী হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। কিন্তু অনেক সময় দীঘায় ঘুরতে গিয়ে মহিলাদের নিরাপত্তা যেন নষ্ট না হয়, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হচ্ছে বিশেষ মহিলা পুলিশ স্কোয়াড।
গত একমাস ধরে মহিলা কনস্টেবলদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এই টিম গড়ে তোলা হয়েছে। এর জন্য বরাদ্দ হয়েছে ১০ টি গাড়ি। কাঁথিতে উদ্বোধন হল মহিলা স্কোয়াড। এদিন জেলা পুলিশ সুপার জানিয়েছেন, এবার হলদিয়া জেলা সদর তমলুকেও গড়ে তোলা হবে মহিলা পুলিশের স্কোয়াড।
Comments are closed.