ডোমিনিকা থেকে পিএনবিতে ঋণখেলাপির অভিযুক্ত হীরা ব্যবসায়ী মেহুল চোকসিকে দেশে ফেরাতে তৎপর কেন্দ্র। ইতিমধ্যেই চার্টার্ড ফ্লাইটে ডোমিনিকায় গিয়ে পৌঁছেছে ইডি, সিবিআই ও সিআরপিএফের একটি দল। সেই দলে রয়েছেন সিবিআইয়ের ব্যাঙ্কিং প্ৰতারণা শাখার প্রধান ও ডিআইজি পদপর্যাদার অফিসার সারদা রাউত।
এই প্রেক্ষিতে জানা যাচ্ছে, ওই দেশের বিরোধী নেতাকে অনুদানের টোপ দিয়ে ভাইকে জেল থেকে ছাড়াতে ডোমিনিকায় পৌঁছে গেছেন মেহুল চোকসির ভাই চিনুভাই চোকসি। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তিনি সেই দেশের বিরোধী নেতার সঙ্গে হাত মিলিয়ে মেহুলকে জেল থেকে ছাড়ানোর জাল বুনছেন। অভিযোগ, ডোমিনিকার বিরোধী নেতা লেনক্স লিনটনকে ঘুষ পর্যন্ত দিতে চেয়েছেন মেহুলের ভাই চিনুভাই চোকসি।
এর আগে পিএনবিতে ঋণখেলাপির অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি অ্যান্টিগা থেকে নৌকা নিয়ে পালিয়ে গিয়েছিল ডোমিনিকায়। তারপর পুলিশ ডোমিনিকা থেকে তাকে গ্রেফতার করে। যদিও মেহুলের আইনজীবীর দাবি ছিল তাঁর মক্কেলকে অপহরণ করা হয়েছে। আর সেটা করেছে ভারতীয় পুলিশকর্মীদের মতন দেখতে কয়েকজন। ইতিমধ্যেই মেহুলকে ভারতে পাঠানোর বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে দ্বীপরাষ্ট্র ডোমিনিকার হাইকোর্ট।
সূত্রের খবর, ডোমিনিকার কোর্টে ইডি মেহুলের বিরুদ্ধে সব অভিযোগ জানাবে। জানা গেছে, চোকসিকে দেশে ফেরাতে জন্য সবার আগে তিনি যে ভারতীয় নাগরিক তা প্রমাণ করতে হবে৷
অন্যদিকে ডোমিনিকায় গ্রেফতার হওয়ার পর মেহুলের ওপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ এসেছে৷ চোখের তলায় কালশিটে পড়া অবস্থায় জেলে থাকার চোকসির একটি ছবিও প্রকাশ্যে আসে৷ কিন্তু ভারত সরকারের পক্ষ থদ্যে বলা হয়েছে, মেহুলের এই দাবি ভিত্তিহীন।
চোকসির আইনজীবীর দাবি, চোকসি এখন আর ভারতীয় নাগরিক নন৷ তাই তাঁকে ভারতে প্রত্যার্পণ করা যাবে না৷
Comments are closed.