ফের শুরু হচ্ছে দুয়ার শিবির। এই নিয়ে ষষ্ঠবারের জন্য দুয়ার সরকার শিবির আয়োজন করেছে রাজ্য সরকার। তবে এবারের দুয়ারে সরকার শিবির নিয়ে একগুচ্ছ বিশেষ পরিকল্পনা করেছে নবান্ন। জানা গিয়েছে, এবারে দুয়ারে সরকার শিবির হবে একেবারে বুথ স্তরে গিয়ে। রাজ্যের প্রতিটি মানুষই যাতে শিবির থেকে সরকারি প্রকল্পগুলোর সুবিধের জন্য আবেদন করতে পারে, তা সুনিশ্চিত করতেই এই বিশেষ পরিকল্পনা বলে দাবি প্রশাসনিক মহলের।
জানা গিয়েছে, রাজ্যের অন্যান্য প্রকল্পগুলোর পাশাপাশি বিধবা ভাতার জন্যও দুয়ারে সরকার শিবির গিয়ে আবেদন করা যাবে। এবার মোট ৩৩টি প্রকল্পের জন্য শিবিরগুলোতে গিয়ে আবেদন করতে পারবেন রাজ্যবাসী। নবান্ন সূত্রে খবর, সামনেই পঞ্চায়েত ভোট, যে কারণে শিবিরের দিন কমিয়ে ২০ দিন করা হয়েছে। আগের শিবিরগুলো চলত ১ মাস পর্যন্ত। ১ এপ্রিল থেকে দুয়ারে সরকার শুরু হচ্ছে। ১০ এপ্রিল পর্যন্ত প্রকল্পগুলোর জন্য আবেদনপত্র জমা নেওয়া হবে। বাকি ১০ দিন পরিষেবা প্রদান নিশ্চিত করতে হবে।
নবান্ন সূত্রে খবর, সোমবার দুয়ারে সরকার শিবির নিয়ে একটি উচ্চ্ পর্যায়ের বৈঠক হয়েছে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে। যেখানে অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পান্থকে মাথায় রেখে একটি ২৩ সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। কৃষি, শিক্ষা, শ্রম সহ মোট ১৬টি দফতরের সচিবদের ওই টাস্ক ফোর্সের সদস্য করা করা হয়েছে।
Comments are closed.