রাজ্যে সপ্তমবারের জন্য শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত শিবির চলবে। নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ’কথা জানানো হয়েছে।
ক্যাম্পগুলো থেকে আবেদন গ্রহণের পর পরিষেবা প্রদান করা হবে ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। নবান্ন বিজ্ঞপ্তি থেকে আরও জানা গিয়েছে, এবারের দুয়ারের সরকার শিবিরে নতুন করে আরও দুটি পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন ও বৃদ্ধদের পেনশনের সুবিধা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন। এছাড়াও পুরোনো যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোতেও আগের মতো আবেদন করা যাবে।
প্রতিবারের দুয়ারে সরকার শিবিরগুলোতে লাখ লাখ মানুষ সরকারি পরিষেবার জন্য আবেদন করেন। সেই মতো পরিষেবাও দেওয়া হয়। এবারের শিবিরের রেকর্ড সংখ্যক মানুষ হবে বলেই প্রশাসনিক কর্তারা আশা করছেন। সেই মতো নবান্নের তরফে আগাম সব প্রস্তুতি সেরে রাখা হচ্ছে বলে খবর।
Comments are closed.