একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, তৃতীয়বার তাঁর সরকার ক্ষমতায় ফিরলে রাজ্যে দুয়ারে সরকার প্রকল্প চালু করবেন। দোকানের বদলে বাড়িতে বসেই মিলবে রেশন সামগ্রী। ঘোষণা মোতাবেকই থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। প্রাথমিকভাবে ১০ হাজার ডিলারদের নিয়ে প্রকল্পের কাজ শুরু হচ্ছে।
দুয়ারে রেশন নিয়ে ডিলারদের একাংশ আপত্তি তুলেছিলেন। যার জেরে আইনি জটিলতাও দেখা দিয়েছিল। ডিলারদের কিছু অংশের দাবি ছিল, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় পরিকাঠামো তাঁদের কাছে নেই। যার জেরে তড়ঘড়ি কাজ শুরু করলে তাঁরা ক্ষতির সম্মুখীন হবে। দুয়ারের বদলে দোকানে রেশনের পাল্টা দাবি তুলে আদালতের দ্বারস্থ হন তাঁরা। যদিও দুয়ারে রেশন মামলায় প্রাথমিকভাবে আদালতে স্বস্তি মিলেছে রাজ্যের।
বিধানসভা ভোটের পরে পরেই রাজ্যের বেশ কিছু জায়গায় পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন প্রকল্প শুরু করা হয়। অবশেষে ১৬ নভেম্বর থেকে প্রকল্পের কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের খাদ্য ও বন্টন বিভাগ প্রকল্প সংক্রান্ত প্রয়োজনীয় কাজ শুরু করেছে।
Comments are closed.