রাত থেকে ভিজছে শহর, জেলায় জেলায় চলবে বৃষ্টি; আবহাওয়া নিয়ে যা জানাল হাওয়া অফিস 

মঙ্গলবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। একই অবস্থা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন গোটা দক্ষিণবঙ্গেও এই পরিস্থিতি জারি থাকবে। 

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরেই এই পরিস্থিতি বলে আবহাওয়া দফতর জানিয়েছে। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাই বৃষ্টিতে ভিজবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রসৈকতে পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। 

একনাগাড়ে বৃষ্টি এবং জলাধারগুলি থেকে জল ছাড়ার কারণে রাজ্যের অন্তত সাতটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ার জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে নবান্ন।  মঙ্গলবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে  বলা হয়েছে, কোচবিহার, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, জলপাইগুড়ি, কালিম্পং, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হয়েছে। বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ৩৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বাকি জেলাগুলোর দিকেও কড়া নজর রাখা হচ্ছে। 

Comments are closed.