তাপপ্রবাহের মধ্যে স্বস্তির খবর, শুক্রবার থেকে টানা ৩ দিন বৃষ্টি বাংলায়; ভিজবে কোন কোন জেলা? 

ফের একবার স্বমহিমায় ফিরেছে গরম। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহও শুরু হয়েছে। এর মধ্যেই খানিকটা স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। শুক্রবার থেকে রাজ্যের কয়েকটি জেলায় টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস। 

মঙ্গলবার বৃষ্টির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামী শুক্রবার থেকে টানা তিন দিন অর্থাৎ রবিবার পর্যন্ত কলকাতা সংলগ্ন এবং উপকূলবর্তী ৪ জেলায় বৃষ্টি হবে। যার জেরে এই তীব্র গরমের অস্বস্তি থেকে কিছুটা রেহাই মিলবে বলে আশা করা যাচ্ছে। তবে বৃষ্টির পূর্বাভাস জানার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, তবে কি ঘূর্ণিঝড় মোকার প্রভাবেই আবহাওয়ার এই ভোলবদল? 

মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার থেকেই বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি শক্তি বাড়াতে শুরু করবে। বুধবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর সেটি বাংলাদেশ,মায়ানমারের দিকে ঘুরে যেতে পারে। নিম্নচাপটি শুক্রবারই ঘূর্ণিঝঝড়ের চেহারা নিতে পারে। এদিকে শুক্রবার থেকেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি শুরু হচ্ছে। যা থেকে অনেকেই মনে করছে, ঘূর্ণিঝড়ের প্রভাবেই এই ঝড় বৃষ্টি। 

যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মোকা এখনও তৈরি হয়নি। তৈরি হলেও তার গতিপথ,তীব্রতা নিয়ে এখনও কিছুই বলা যাচ্ছে না। ফলে, রাজ্যে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা যে মোকার প্রভাবেই হবে এমনটা এখনই বলা যাবে না। 

 

Comments are closed.