যাত্রী কম, উত্তরবঙ্গগামী সমস্ত স্পেশাল ট্রেন বাতিল করল রেল
করোনা দ্বিতীয় ঢেউ এতটাই মারাত্মক আকার নিয়েছে, সাধারণ মানুষ খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোচ্ছেন না
রাজ্যজুড়ে বাতিল সব লোকাল ট্রেন। শুধু চলছে স্পেশাল ট্রেন। এবার যাত্রী সংখ্যা কম থাকার কারণে বাতিল হল বেশকিছু স্পেশাল ট্রেন। এই ট্রেনগুলি বেশিরভাগ উত্তরবঙ্গের।
এই ট্রেনগুলি শিয়ালদহ- নিউ জলপাইগুড়ি, শিয়ালদহ- পুরী স্পেশাল, কলকাতা- হলদিবাড়ি, কলকাতা-শীলঘাট ও হাওড়া-বালুরঘাট স্পেশাল ট্রেন।
করোনা দ্বিতীয় ঢেউ এতটাই মারাত্মক আকার নিয়েছে, সাধারণ মানুষ খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোচ্ছেন না। ফলে স্পেশাল ট্রেনগুলিতে স্বাভাবিকভাবে যাত্রী সংখ্যা কম থাকছে। সেই কারণে পূর্ব রেলওয়ে বাতিল করল বেশ কিছু ট্রেন।
এই মাসের শুরুর দিকেও কয়েকটি ট্রেন বাতিল করে পূর্ব রেলওয়ে। হাওড়া, রাঁচি, ধানবাদ, কলকাতা ও অন্য রুটে চলাচল করা ট্রেন বাতিল করা হয়।
Comments are closed.