দিল্লির পর গোয়া। অক্সিজেনের অভাবে গত চারদিনে ৭৫ জন রুগীর মৃত্যু হয়েছে। চরম দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে গোয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালে।
মঙ্গলবার থেকে শুক্রবার, টানা চারদিন অক্সিজেনের অভাবে রুগী মৃত্যুর ঘটনা ঘটে গেলেও অক্সিজেন জোগাড় করা যায়নি। বেশিরভাগ রুগী মারা গিয়েছেন রাত ২ টো থেকে সকাল ৬ টার মধ্যে। করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত ভয়াবহ পরিস্থিতি গোয়ার।
মঙ্গলবার অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে ২৬ জন রুগীর। রুগী মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সারা দেশে তোলপাড়। কিন্তু তাতেও পরিস্থিতির রদবদল ঘটেনি। তারপর চারদিন মৃত্যু মিছিল জারি থাকল। মঙ্গলবারের পর বৃহস্পতিবারে অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন ১৫ জন। শুক্রবার মারা গেলেন ১৩ জন।
গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের এই ভয়াবহ ঘটনার জেরে কোর্টে মামলা হয়েছে। প্রশ্ন উঠছে ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই কেন রুগী মৃত্যু ঘটছে? অবিলম্বে কেন্দ্রকে গোয়াতে অক্সিজেন পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গোয়াতে করোনা সংক্রমিত হওয়ার প্রবণতা সব থেকে বেশি, তা সত্ত্বেও কেন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী গোয়ায় পাঠানো হল না তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।
Comments are closed.