মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশিত হয়েছে। যার জেরে প্রথম দশের মেধাতালিকায় বাড়ল পরীক্ষার্থীর সংখ্যা। মাধ্যমিকের ফলপ্রকাশের পর পর্ষদের তরফে জানানো হয়েছিল, প্রথম এক থেকে দশের মধ্যে স্থান পেয়েছে ১১৮ জন। তবে ফলাফলের রিভিউয়ের পর মেধাতালিকায় ১১৮ জনের জায়গায় সংখ্যাটা বেড়ে হয়েছে ১২২ জন। নাম্বার রিভিউয়ের পর ৪ জন নতুন করে মেধাতালিকায় স্থান করে নিয়েছে।
এছাড়াও বেশ কয়েকজন পরীক্ষার্থীর নাম্বারে রদবদল হয়েছে। পর্ষদ সূত্রে খবর, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মাহির হাসান যৌথভাবে তৃতীয় স্থান পেয়েছিলেন। নাম্বার স্ক্রুটিনির পর যৌথ ভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। সেই সঙ্গে পর্ষদের তরফে আরও জানা গিয়েছে, বাঁকুড়া জেলা হাইস্কুলে প্রীতম দাস, কোচবিহারের রামভোলা হাইস্কুলের দীপময বসাক, পূর্ব মেদিনীপুরের নাচিন্দা জে কে হাইস্কুলের অনুদীপা দাস এবং হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের অঙ্কন নন্দী নাম্বার রিভিউয়ের পর মেধাতালিকায় জায়গা করে নিয়েছে।
এছাড়াও জানা গিয়েছে, এবারে নাম্বার রিভিউয়ের জন্য ৭ হাজার ৫৭৪ টি আবেদন জমা পড়েছিল। মোট ৬১২ জন পরীক্ষার্থীর নম্বর বদলেছে। সেই সঙ্গে স্ক্রুটিনি করা হয়েছে ৯৩ হাজার ৪৮৯ টি খাতার।
Comments are closed.