মাধ্যমিকে এবারও জেলার জয় জয়কার; প্রথম কাটোয়ার দেবদত্তা, যুগ্ন দ্বিতীয় বর্ধমান ও মালদহ থেকে

প্রকাশিত হতে চলেছে এ বছরের মাধ্যমিকের রেজাল্ট। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। তার আগে পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। মাধ্যমিকে প্রথম হয়েছেন  কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের দেবদত্তা মাজি। তাঁর প্রাপ্ত নম্বর, ৬৯৭। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে, বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান। তাঁদের প্রাপ্ত নম্বর, ৬৯১। যুগ্ম চতুর্থ হয়েছেন সমাদৃতা সেন এবং অনীশ বাড়ুই। পঞ্চম স্থানে রয়েছেন শুভজিৎ দে এবং অরিজিৎ মণ্ডল। এবার ১৬ জেলা থেকে প্রথম দশে রয়েছেন, ১১৮ জন। তার মধ্যে মালদহ থেকে সবথেকে বেশি পড়ুয়া প্রথম ১০ রয়েছেন। 

পর্ষদের তরফে জানানো হয়েছে, এবারে মাধ্যমিক দিয়েছিলেন, ৬ লক্ষ ৩৭ হাজার ১০৫ জন। তাঁদের মধ্যে পাশ করেছেন ৫ লক্ষ ৪৮ হাজার ৯০৯ জন। এবারে পাশের হার, ৮৬ শতাংশ। 

Comments are closed.