প্রধানমন্ত্রীর ইজরায়েল সফরেই পেগাসাস কিনেছিল কেন্দ্র, চাঞ্চল্যকর দাবি নিউ ইয়র্ক টাইমসের 

ফের পেগাসাস নিয়ে উত্তাল গোটা দেশ। সৌজন্যে মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস। পত্রিকার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইজরায়েলি সংস্থার তৈরি পেগাসাস স্পাইওয়্যার কিনেছিল কেন্দ্র। এবং তা করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজরায়েল সফর চলাকালীন। পত্রিকার ওই রিপোর্ট প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে ফের শোরগোল শুরু হয়েছে। 

‘বিশ্বের সবথেকে পাওয়ারফুল সাইবার ওয়ার’ শীর্ষক ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইজরায়েল এবং ভারত দুই দেশই অত্যাধুনিক অস্ত্র ও নিরপত্তা সামগ্রী কেনা নিয়ে ২০০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছিল। ওই চুক্তির প্রধান বিষয়ই ছিল পেগাসাস স্পাইওয়্যার। 

২০১৭ সালের জুলাই মাসে ইজরায়েল সফরে যান প্রধানমন্ত্রী। আর পেগাসাস কান্ড প্রকাশ্যে আসে ২০২০ । অভিযোগ ওঠে পেগসাস ব্যবহার করে সুপ্রিম কোর্টের বিচারপতি, বিরোধী নেতা নেত্রী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির ফোনে নজরদারি চলিয়েছে কেন্দ্র। দেশ জুড়ে প্রবল বিতর্কের মাঝেই পেগাসাস মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। যদিও কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে বলা হয়, দেশের নিরাপত্তার খাতিরে কেন্দ্র এই তথ্য প্রকাশ্যে আনতে পারে না। সব মিলিয়ে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট ঘিরে ফের একবার শোরগোল শুরু হয়েছে দেশে। যদিও এ নিয়ে এখনও কেন্দ্রীয় সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Comments are closed.