মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জেলা সফরে পর্ষদ সভাপতি, পরীক্ষার সময় সভাপতির এই উদ্যোগ সর্ব প্রথম

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জেলা সফরে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা ঠিক মতন পালন হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে জেলা সফর শুরু করেছেন রামানুজ গাঙ্গুলি। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন তিনি।

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মধ্যশিক্ষা পর্ষদের কোনও সভাপতি এই প্রথম জেলায় জেলায় যাচ্ছেন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে। উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বসানো সহ একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা ঠিকভাবে পালিত হচ্ছে কি না তা খতিয়ে দেখতে পর্ষদ সভাপতি রামানুজ গাঙ্গুলি জেলা সফর শুরু করেছেন। স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও খতিয়ে দেখেন তিনি।

অন্যদিকে বৃহস্পতিবার মাধ্যমিকের প্রথম দিনে হাতির হানায় অর্জুন দাস নামে জলপাইগুড়ির এক পরীক্ষার্থীর মৃত্যু পর মুখ্যমন্ত্রী পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। সেইমত পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

Comments are closed.