মুখ্যমন্ত্রীর ম্যান মেড বন্যার অভিযোগ খারিজ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, আমাদের কাছে খবর আছে, বৃহস্পতিবার ডিভিসি জল ছাড়ার আগে রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছিল। আমার কাছে সেই চিঠির কপিও রয়েছে। সুকান্তর অভিযোগ, রাজ্যের কাছে আগাম খবর থাকা সত্ত্বেও বন্যা কবলিত এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়নি।
ডিভিসি জল ছাড়ায় রাজ্যে বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টির জেরে জলাধার ভরে যাওয়ায় ডিভিসি জল ছেড়েছে এদিন। যার জেরে পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলির বিস্তীর্ন অঞ্চলে ফের বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে।
আর এর জের এদিন ফের ডিভিসিকেই কাঠ গোড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ডিভিসি না জানিয়ে জল ছাড়ায় এই অবস্থা। রাতের অন্ধকারে জল ছেড়ে দিচ্ছে, এটা অন্যায়, অপরাধ। তিনি এদিনও ফের বলেন, কেন্দ্রকে বার বার বলা সত্ত্বেও জলধারগুলো সংস্কার করা হচ্ছে না। যার জেরে জল ধারণের ক্ষমতাও কমছে।
আর এদিন মুখ্যমন্ত্রীর এই অভিযোগকেই খারিজ করলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি।
Comments are closed.