লকডাউনে আটকে পড়া ব্যক্তিদের বাড়ি ফেরাতে নয়া উদ্যোগ মমতা ব্যানার্জি সরকারের, দেখুন নবান্নর নির্দেশিকা
লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন দেশের বহু বাসিন্দা। এমনকী নিজের রাজ্যের মধ্যেই বাড়ি থেকে অনেক দূরে আটকে পড়তে হয়েছে অনেককে। তাঁদের বাড়ি ফেরাতে এবার বিশেষ উদ্যোগ নিল মমতা ব্যানার্জি প্রশাসন। সবাই যাতে গন্তব্যস্থলে ফিরতে পারেন তার জন্য ‘অটোমেটেড ই-পাস সিস্টেম’ চালু করল পশ্চিমবঙ্গ সরকার।
সরকার সূত্রে খবর, ‘এগিয়ে বাংলা’ পোর্টাল থেকে এই ই-পাস মিলবে। পোর্টালে মোট তিন ধরনের পাস থাকছে। সেই পাসের লিঙ্কও দেওয়া আছে। সেখানে রাজ্যের বাইরের বাসিন্দাদের জন্য পাসের ব্যবস্থা করা হয়েছে। আবার এ রাজ্যে ঢোকার জন্য অনুমতিপত্রেরও ব্যবস্থা রয়েছে ওই পোর্টালে। ছোট গাড়ি নিয়ে রাজ্যে ঢোকার জন্য এবং বড় গাড়ি নিয়ে বহু সংখ্যক মানুষ প্রবেশের জন্য আলাদাভাবে ই-পাস নিতে হবে।
পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং অন্যান্য রাজ্যে যাঁরা আটকে রয়েছেন এই লকডাউনে, তাঁদের নাম রেজিস্ট্রেশনের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে। ৮০১৭৮৪৫৫৫৫ নম্বরে ‘hi’ লিখে নিজেদের সম্পর্কে সবিস্তার তথ্য দিয়ে নাম রেজিস্ট্রি করাতে পারবেন তাঁরা। তাছাড়া, এসএমএস-এর মাধ্যমেও নাম নথিভুক্ত করা যাবে। ৫১৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে বর্তমান ঠিকানার পিন কোড, বাড়ির ঠিকানার পিন কোড, কত জন ব্যক্তি আটক রয়েছেন সে সব লিখে।WB<Space>COVID<Space>source pincode<Space>destination pincode<Space>no of passengers( in two digits)- এই ফরম্যাটে এসএমএস করতে হবে।
কী ভাবে এসএমএস করতে হবে তার একটা উদাহরণও দেওয়া হয়েছে পোর্টালে। সেটি হল-WB COVID 560097 700015 04, এছাড়াও
থাকছে কন্ট্রোল রুমে সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা। কন্ট্রোল রুম নম্বরগুলো হল, ০৩৩-২২১৪১৯৯৫/২২১৪৩৫২৬। আর টোল ফ্রি নম্বর রয়েছে ১০৭০।
রাজ্য সরকারের এই সংক্রান্ত নির্দেশিকা দেখতে ক্লিক করুন ENTRY AND EXIT PASS
Comments are closed.