ওমিক্রনের জের। নতুন বছরের শুরুতেই প্রথম বিদেশ সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সংযুক্ত আরব আমিরশাহী যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু ওমিক্রন সংক্রমন দ্রুত বাড়ছে, তাই বিদেশ যাত্রা স্থগিত রাখলেন মোদী। সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসে আরব আমিরশাহী যেতে পারেন মোদী।
মঙ্গলবার আমিরশাহীতে কোভিড সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭৩২ জন। নতুন করে সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় বিদেশ যাত্রীদের জন্য কড়া নিয়ম জারি করেছে সংযুক্ত আরব আমিরশাহী।
বুধবারই মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছরেই উত্তরপ্রদেশ ও পঞ্জাব সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। জানা গিয়েছে, ওমিক্রনের জেরে স্থগিত হয়ে যেতে পারে উত্তরপ্রদেশের নির্বাচন। ইতিমধ্যেই করোনার এই নয়া ভ্যারিইয়েন্টে দেশে ৭৮১ জন সংক্রমিত হয়েছেন।
Comments are closed.