পুজো স্পেশাল উত্তরবঙ্গের ট্রেনের সময় জানিয়ে দিল রেল। ভিড়ের চাপ কমাতে আগেই পুজোয় স্পেশাল ট্রেন চলবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছিল। এবার সেই ট্রেনের সময় সূচি জানিয়ে দেওয়া হল। হাওড়া থেকে উত্তরবঙ্গ যেতে কোন কোন স্পেশাল ট্রেন ঘোষণা করা হয়েছে, আসুন এক নজরে দেখে নেওয়া যাক।
রেলের তরফে জানা গিয়েছে, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কিছু স্পেশাল ট্রেন চলবে। নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে রাত ১১.৪০ মিনিটে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছাবে পরের দিন সকাল ১০টা ১০-এ। একই ভাবে বৃহস্পতিবার এনজিপি থেকে হাওড়ার উদ্দেশ্যে পুজো স্পেশাল ট্রেন ছাড়বে বেলা ১২টা ৩৫ মিনিটে। ট্রেনগুলি হাওড়া পৌঁছবে রাত ১২.৫০ এ।
যদিও এই স্পেশাল ট্রেনের বুকিং কবে থেকে শুরু হবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে স্পেশাল ট্রেনগুলি ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড স্টেশনে থামবে। উভয় দিকের ক্ষেত্রেই একই নিয়ম করা হয়েছে।
পুজো মানেই অত্যন্ত দিন চারেকের নিরবিচ্ছিন্ন অবসর। শহরের কোলাহল থেকে অনেকেই ছুটি কাটাতে পাহাড়ে পৌঁছে যান। যার ফলে পুজোর ক’দিন ট্রেনগুলোতে যাত্রীদের বাড়তি চাপ থাকে। সে ক্ষেত্রে স্পেশাল ট্রেন ঘোষণা করাই অনেকটাই স্বস্তিতে পর্যটকরা।
Comments are closed.