যাত্রী স্বাচ্ছন্দ্য সেই সঙ্গে পরিকাঠামোর উন্নয়ন। হাওড়া স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল। ইতিমধ্যেই রেলমন্ত্রকের থেকে প্রয়োজনীয় অনুমোদন মিলেছে বলেও জানা গিয়েছে।
দেশের অন্যতম ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে একটি হাওড়া। পরিসংখ্যান বলছে, রোজ প্রায় ১০ লক্ষেরও বেশি মানুষ যাতায়াতের জন্য হাওড়া স্টেশন ব্যবহার করেন। এই বিপুল সংখ্যক যাত্রীকে যাতে পর্যাপ্ত পরিষেবা দেওয়া যায়, সে জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল। জানা গিয়েছে, এই পরিকল্পনার মধ্যে প্লাটফর্মের সংখ্যা বাড়ানো, প্লাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো সহ একগুচ্ছ পরিকল্পনা রয়েছে।
প্রতিদন হাওড়া স্টেশনে ২৫০ জোড়া লোকাল ট্রেন, এবং ২৫২টি দূর পাল্লার ট্রেন যাতায়াত করে। এই বিপুল সংখ্যায় ট্রেনের যাতায়াত করতে হিমশিম খেতে হয় স্টেশন কর্তৃপক্ষকে। অনেক সময় সিগন্যাল না পাওয়ায় দীর্ঘক্ষণ ইয়ার্ডে দাঁড়িয়ে থাকতে হয় অনেক ট্রেনকে। যে কারণে যাত্রীদেরও গন্তব্যে পৌঁছেতে দেরি হয়। এই সমস্যা দূর করতে ইয়ার্ডের ইন্টারলকিং সিগন্যালিং ব্যবস্থার উন্নত করার পরিকল্পনা করেছে পূর্ব রেল।
Comments are closed.