আগে ৮০% মানুষের টিকাকরণ, তারপর ভোট; করোনা আবহে ৫ রাজ্যের নির্বাচন নিয়ে কমিশনের কাছে দাবি প্রশান্ত কিশোরের

করোনায় কাবু গোটা দেশ। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। কোভিড আবহে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে টিকাকরণ নিয়ে স্পষ্ট দাবি তুললেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। শুক্রবার একটি ট্যুইটে কমিশনকে উদ্দেশ্য করে পিকে লেখেন, যে রাজ্যগুলিতে ভোট রয়েছে, সেখানকার জনসাধারণের ৮০% টিকাকরণ সম্পূর্ণ না করে নির্বাচন করানো উচিত নয় কমিশনের। 

ট্যুইটে ভোট কুশলীর দাবি, ভোট মুখী রাজ্যের ৮০% মানুষই যাতে করোনার দুটি ডোজ নেয়, তা নিশ্চিত করতে হবে। এই মহামারিকালে এটাই একমাত্র নিরাপদ পথ। বাকি সবকিছুই অনর্থক। 

প্রশান্ত কিশোরের দাবি, নির্বাচন কমিশন ভোট ঘোষণার সময় কোভিড বিধি নিয়ে যে নির্দেশ দেয়, তা পুরোপুরি গুরুত্বহীন। কমিশনের বেঁধে দেওয়া কোভিড বিধি কেউ মেনে চলে না। 

উল্লেখ কোভিড আবহে ভোট করানো নিয়ে এর আগে আপত্তি তুলেছিল এলাহাবাদ হাইকোর্ট এবং উত্তরাখন্ড হাইকোর্ট। দুই আদালতের তরফে কমিশনকে ভোট পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়। ভোট করতেই হলে, রাজনৈতিক দলগুলি যাতে বড় জনসভা, মিছিল না করে সেদিকে কমিশনকে দেখার অনুরোধ করে আদালত। 

Comments are closed.