পুজোর পরেই আবারও ভোটের দামামা বাজতে চলছে রাজ্যে। বাকি চার বিধানসভার উপনির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। দিনহাটা, খড়দা, গোসাবা, শান্তিপুরে উপনির্বাচন ৩০ অক্টোবর। অর্থাৎ ভবানীপুর উপনির্বাচনের ঠিক এক মাস পরেই বাকি চার কেন্দ্রে উপনির্বাচন। ফলাফল ঘোষণা ২ নভেম্বর।
কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, ১ অক্টোবর থেকে নোটিফিকেশন শুরু হবে। ৮ অক্টোবর প্রার্থীদের মনোয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ অক্টোবর।
একুশের বিধানসভা নির্বাচনে এই চার কেন্দ্রেই ভোট হয়। কিন্তু খড়দার এবং গোসাবা দুই কেন্দ্রেই তৃণমূল প্রার্থী করোনা সংক্রমিত হয়ে মারা যান। খড়দায় তৃণমূল প্রার্থী ছিলেন কাজল সিনহা। নির্বাচনের ফল বেরোলে দেখা যায় তিনি ওই কেন্দ্রে জয়ী হয়েছেন। যার জেরে এই দুই কেন্দ্রে পুনরায় নির্বাচন হচ্ছে।
বাকি শান্তিপুর এবং দিনহাটায় প্রার্থী ছিলেন বিজেপির দুই সাংসদ। শান্তিপুরে প্রার্থী ছিলেন জগন্নাথ সরকার এবং দিনহাটায় নিশীথ প্রামাণিক। দু’জনেই দুটি কেন্দ্রে জয়ী হন। কিন্তু তাঁরা বিধায়ক পদ ছেড়ে সাংসদ থাকারই সিদ্ধান্ত নিয়েছেন। যার জেরে দুটি আসনে ফের উপনির্বাচন।
ভবানীপুর উপনির্বাচনের কর্মীসভা থেকেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন খড়দা থেকে ভোটে লড়ছেন রাজের মন্ত্রী শোভন চ্যাটার্জি। জানা গিয়েছে ইতিমধ্যেই তিনি খড়দায় যাওয়া আসা শুরু করেছেন। খড়দায় প্রায় প্রতিটি কর্মসূচিতেই দেখা যাচ্ছে তৃণমূলের এই বর্ষীয়ান নেতাকে।
Comments are closed.