রাজ্যসভার ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইঞার ছেড়ে যাওয়া আসনে ভোট হবে আগামী ৪ অক্টোবর। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও চার রাজ্যে রাজ্যসভার নির্বাচন সূচি ঘোষণা কমিশনের। তামিলনাড়ুর দুটি আসন, আসাম, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের একটি আসনেও এদিন ভোট হবে।
বিধানসভা নির্বাচনে জয়ের পর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মানস ভুঁইঞা। গত ৬ মে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। তখন থেকেই রাজ্যসভার আসনটি ফাঁকা পড়েছিল।
কমিশন এদিন বিবৃতি দিয়ে জানিয়েছে ২২ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে। প্রার্থী প্রত্যাহারের শেষ দিন, ২৭ সেপ্টেম্বর।
উল্লেখ্য, এর আগে রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী বিধানসভা ভোটের মুখেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। তাঁর ছেড়ে যাওয়া আসনে প্রাক্তন আমলা জহর সরকারকে সাংসদ করে রাজ্যসভায় পাঠিয়েছে ঘাসফুল শিবির। মানস ভুঁইঞার ছেড়ে যাওয়া আসনে কাকে প্রার্থী করবে তৃণমূল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রসঙ্গত, আগেরবার জোহর সরকারের বিরুদ্ধে কোনও প্রার্থী দেয়নি গেরুয়া শিবির। এবার বিজেপি কী করবে তা নিয়েও নানা গুঞ্জন শুরু হয়েছে।
Comments are closed.