কয়লা কাণ্ডে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ দিল্লিতে ইডির সদর দফতরে পৌঁছে যান আইনমন্ত্রী। প্রায় চার ঘন্টা কেটে গিয়েছে এখনও ইডির দফতরে রয়েছেন তিনি।
সূত্রের খবর, ইডির আধিকারিকরা মলয় ঘটকের কাছে জানতে চান, আসানসোলের জনপ্রতিনিধি হিসেবে কয়লা মাফিয়াদের সম্পর্কে তাঁর কাছে কী তথ্য রয়েছে? তিনি কী পাচার সম্পর্কে কিছু জানতেন? যদি জেনে থাকেন, তাহলে কী পদক্ষেপ নিয়েছেন? এছাড়াও তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসা করেন, কয়লা পাচার নিয়ে তাঁর সঙ্গে কোনও আর্থিক লেনদেনে হয়েছে কিনা?
এর আগে বেশ কয়েকবার কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য রাজ্যের মন্ত্রীকে তলব করে ইডি। সেই সময় আইনমন্ত্রী তদন্তকারীদের জানিয়েছিলেন, ভোটের কাজে ব্যস্ত থাকায় তিনি দিল্লীতে যেতে পারছেন না। উপনির্বাচন মিটলে তিনি দিল্লি যাবেন। সেই মতো বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ দিল্লিতে ইডির সদর দফতরে যান তিনি।
Comments are closed.