শিক্ষকদের গ্রামের স্কুলে বদলি নিতেই হবে; পদক্ষেপ নিচ্ছে রাজ্য

গ্রামের দিকে অজস্র পড়ুয়া থাকলেও শিক্ষকের সংখ্যা কম। আবার উল্টো ছবি শহরের স্কুলগুলোর ক্ষেত্রে। শিক্ষক থাকলেও কোথাও কোথাও পড়ুয়া একদমই নেই। সম্প্রতি হাইকোর্টও এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে শিক্ষকদের গ্রামে বদলি আবশ্যিক করতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।

জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে গ্রামের যে সমস্ত বিদ্যালয়ে পড়ুয়া থাকলেও শিক্ষক নেই, সে সমস্ত জায়গায় এবার শহর থেকে শিক্ষক বদলি করার প্রক্রিয়া শুরু করতে চলেছে শিক্ষা দফতর। বিকাশ ভবন সূত্রে খবর, এখন আপাতত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলোর জন্যই এই নিয়ম কার্যকর হচ্ছে। পরে গ্রামের প্রাথমিক স্কুলগুলোকেও এই প্রক্রিয়ার তালিকায় আনা হবে। 

সম্প্রতি রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করে অনেক শিক্ষকই শহরের স্কুলগুলোতে বদলি নিয়ে চলে আসছিলেন। সম্প্রতি গ্রাম থেকে শহরে শিক্ষক বদলি হওয়ার এই প্রবণতা বেড়েই যাচ্ছিল। সম্প্রতি এরকমই একটি বদলি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু গ্রামের স্কুলগুলোতে শিক্ষকের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। প্রান্তিক অঞ্চলের ছাত্রদের কথা মাথায় রেখে গ্রামে শিক্ষক পাঠানোর কথাও বলেছিলেন। এবার সেই মতোই পদক্ষেপ করছে রাজ্যের শিক্ষা দফতর। 

Comments are closed.