অনুব্রতকে শো কজ কমিশনের, আজ রাতের মধ্যেই জবাব তলব

২০১১ সালের পরিবর্তনের পর প্রতি ভোটে অনুব্রত তাঁর মন্তব্যের জেরে খবরের শিরনামে উঠে আসেন

মমতা, দিলীপ, শুভেন্দু, রাহুলের পর এবার অনুব্রত মণ্ডল। প্রচারে বেরিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য এবার অনুব্রত মণ্ডলকে শো কজ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতের মধ্যেই শোকজের উত্তর দিতে হবে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতিকে।

২০১১ সালের পরিবর্তনের পর প্রতি ভোটে অনুব্রত তাঁর মন্তব্যের জেরে খবরের শিরনামে উঠে আসেন। গুড়-বাতাসা, চড়াম চড়ামের পর একুশের নির্বাচনের ময়দানে তাঁর বাক্যবাণ, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে!
পাশাপাশি একাধিক জনসভা থেকে, ‘ঠেঙিয়ে পগার পার’ এর মত বিতর্কিত মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, এই মন্তব্যের জেরে তাঁকে শোকজ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনে অ্যাপের মাধ্যমে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। মঙ্গলবার সেই অভিযোগের জেরে তাঁকে শোকজ করল কমিশন। বীরভূমের জেলা প্রশাসনের মাধ্যমে তাঁর কাছে কমিশন চিঠি পাঠিয়েছে।

এদিনই অনুব্রত বলেন, দিলীপ ঘোষ যে ধরনের মন্তব্য করেছেন সেটা তিনি করলে, তাকে এতক্ষনে নজরবন্দি করত কমিশন। আর মঙ্গলবারই নোটিস পেলেন অনুব্রত।

Comments are closed.