রাজ্যের ৩ কেন্দ্রে উপনির্বাচন শুরু, সকাল থেকেই বিক্ষিপ্ত গণ্ডগোল, উত্তেজনা

উপনির্বাচন শুরু হতেই বিক্ষিপ্ত গণ্ডগোল এবং উত্তেজনা নদিয়ার করিমপুর কেন্দ্রে। তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে, ভোটের আগে রাতে টাকা বিলির অভিযোগকে কেন্দ্র করে খড়গপুর কেন্দ্রে চাপানউতোর চলে তৃণমূল ও বিজেপির। কালিয়াগঞ্জ থেকে সেভাবে কোনও অভিযোগ মেলেনি। তবে সামগ্রিকভাবে খড়গপুর, করিমপুর এবং কালিয়াগঞ্জে সোমবার সকাল থেকে শান্তিতেই ভোটগ্রহণ চলছে।
এই ৩ কেন্দ্রের উপনির্বাচনের জন্য ২০ কোম্পানি আধা সামরিক বাহিনী নিয়োগ করেছে নির্বাচন কমিশন। করিমপুরে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল।

 

Comments are closed.