প্রাথমিক শিক্ষক, প্যারা টিচার, মেডিক্যাল অফিসারদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না; নতুন নির্দেশ কমিশনের 

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এক দফায় হবে ভোট। এর মধ্যেই ভোট কর্মী নিয়োগ নিয়ে নতুন নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। যেখানে বলা হয়েছে, পঞ্চায়েত ভোটের কাজ থেকে প্রাথমিক শিক্ষক, প্যারা টিচার এবং মেডিক্যাল অফিসারদের অব্যাহতি দিতে হবে। 

জানা গিয়েছে, ২০ জুন নির্বাচন কমিশনের অতিরিক্ত নির্বাচন কমিশনার ২২টি জেলার জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিকের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশ অনুযায়ী, প্যারা টিচার, প্রাথমিক শিক্ষক এবং মেডিক্যাল অফিসারদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না। 

নির্বাচন কমিশন এধরণের নির্দেশ কেন দিয়েছে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যেই যাঁদের ভোটের ডিউটি পড়েছে, সেই নির্দেশ প্রত্যাহার করতেও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

মাঝে আর একমাসও বাকি নেই ভোটের। তবে ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এসবের মধ্যেই ভোট কর্মী নিয়োগ নিয়ে নতুন নির্দেশ কমিশনের। 

Comments are closed.