এবার কলকাতার মাটিতে পা রাখতে পারেন আর্জেন্টিনার গোল রক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সব ঠিক থাকলে চলতি বছরের জুন মাসেই শহরের আসতে পারেন তিনি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন, ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত।
৩৬ বছর পর বিশ্বকাপ পেয়েছে আর্জেন্টিনা। আর এই জয়ের কৃতিত্ব যতটা লিওনেল মেসির, ঠিক ততটাই এমিলিয়ানো মার্টিনেজের। কোয়ার্টার ফাইনাল হোক বা ফ্রান্সের বিরুদ্ধে ফাইনাল, আর্জেন্টিনার ভক্তদের চোখের সামনে এখনও ভাসছে মার্টিনেজের দুরন্ত সেভ। তিন কাঠির তলায় দাঁড়িয়ে কার্যত নিজের দু’হাতের জাদুতে নীল সাদা ব্রিগেডের জন্য বিশ্বকাপ ‘ছিনিয়ে’ এনেছেন মার্টিনেজ। বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা তো বটেই গোটা ফুটবল দুনিয়ার কাছে মার্টিনেজ এখন তারকা। আর সেই তাঁর কলকাতায় আসার খবরে শহরের ফুটবল প্রেমীরাও উত্তেজিত।
বর্তমানে বার্সেলোনায় রয়েছেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। সেখানেই মার্টিনেজের ম্যানেজারের সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সব ঠিক থাকলে জুন মাসে মার্টিনেজ কলকাতায় আসতে পারেন। ওই সময় মরশুমে কিছুটা ফাঁকা সময় পান প্লেয়াররা। সে কারণে জুনে কলকাতায় দেখা যেতে পারে মার্টিনেজকে।
Comments are closed.