জুলাই মাসে কলকাতায় আসছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ান মার্তিনেজ। মার্তিনেজের সফর ঘিরে সাজ সাজ রব শহরের ফুটবল মহলে। এর মধ্যেই জানা গেল, মিলনমেলা প্রাঙ্গনে মার্তিনেজকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে উদ্যোক্তারা। যেখানে টিকিটের বিনিময় দেখা যাবে কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষককে।
এখনও পর্যন্ত খবর, ৩ জুলাই রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন মার্তিনেজ। এরপর ৪ জুলাই শহরের মিলনমেলা প্রাঙ্গনে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। যেখানে বিশ্বকাপজয়ীকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘তাহাদের কথা’। যেখানে নিজের খেলোয়াড় জীবনের নানান দিক নিয়ে কথা বলবেন মার্তিনেজ। বেলা সাড়ে ১২টা থেকে হবে সেই অনুষ্ঠান। জানা গিয়েছে, টিকিটের বিনিময়ে এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন সাধারণ মানুষ। টিকিটের দাম নূন্যতম ৪৯৯ টাকা করা হয়েছে।
শহরের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগেই মার্তিনেজের এই কলকাতা সফর। তাঁর সফর নিয়ে আরও জানা গিয়েছে, ৪ জুলাই দুপুর বা বিকেলের দিকে মোহনবাগান ক্লাবে উপস্থিত থাকবেন মার্তিনেজ। সেখানেও ক্লাবের তরফে তাঁকে বিশেষ সম্মান দেওয়া হবে। পাশাপাশি ওই অনুষ্ঠানেই আরও ১০ জনকে আজীবন সদস্যপদ তুলে দেবে মোহনবাগান। মার্তিনেজ নিজে হাতে এই সদস্যপদ তুলে দেবেন।
Comments are closed.