একাধিক দাবিতে ধর্মঘটের ডাক ব্যাঙ্ককর্মী সংগঠনের; জানুয়ারির শেষে চারদিন বন্ধ ব্যাঙ্ক!

বছরের শুরুতেই দুর্ভোগের মুখে পড়তে চলছে ব্যাঙ্ক গ্রাহকরা। মাসের শেষে চারদিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। এমনকী বন্ধ থাকতে পারে এটিএম পরিষেবাও। কেন্দ্রীয় একাধিক পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে আগামী ৩০ এবং ৩১ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মীদের ৯ টি সর্ব ভারতীয় সংগঠন।

জানা গিয়েছে, কেন্দ্রের ব্যাঙ্ক সংযুক্তকরণ নীতি, বেতন কাঠামো পুনর্গঠন সপ্তাহে পাঁচ দিন কাজ সহ বেশ কয়েকটি দাবি জানিয়ে ধর্মঘটনের ডাক দিয়েছে সংগঠনগুলো। এবং ধর্মঘটনের আওতায় এটিএমগুলিও থাকবে বলে জানিয়েছে সংগঠনগুলি।

ধর্মঘট কার্যকরী হলে মাসের শেষে চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণ, জানুয়ারির ২৮ তারিখ মাসের চতুর্থ শনিবার। সেদিন ব্যাঙ্ক এমনি বন্ধ। তার ওপরে মাঝে রবিবার এবং ধর্মঘটের সোম এবং মঙ্গলবার মিলিয়ে টানা চারদিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। এর জেরে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে পারে গ্রাহকরা।

জানা গিয়েছে, মূলত পাঁচ দফার দাবি রেখে ধর্মঘট ডাকা হয়েছে। যার মধ্যে অন্যতম, সপ্তাহে পাঁচ দিন কাজ। সাধারণত প্রতিমাসের দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। কর্মীদের দাবি এটি প্রতি সপ্তাহে করতে হবে। এছাড়াও বেতন বৃদ্ধিরও দাবি রয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর বেসরকারিকরণ এবং সংগযুক্তিকরণেরও প্রতিবাদ জানানো হয়েছে।

Comments are closed.