আর কয়েক ঘন্টা পরেই কলকাতার পুরভোট। ভোটের প্রস্তুতি প্রায় সারা। ভোট শুরুর এক্কেবারে শেষ মুর্হুর্তে শনিবার কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন।
শনিবার বিকেলে, কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য-এর সঙ্গে বৈঠক করে কমিশনের অধিকারকিরা। ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বেশ কিচ্ছুক্ষন বৈঠক হয়েছে। সূত্রের খবর, ডিজি এবং সিপিকে প্রতি ঘন্টায় রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নাকা চেকিং, রুট মার্চ নিয়েও জানতে চান কমিশনের কর্তারা।
উল্লেখ্য, কলকাতা পুরভোটে নিরাপত্তার জন্য মোট ২৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। কমিশনের দেওয়া রিপোর্ট অনুযায়ী স্পর্শকাতর, অতি স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, এদিনও কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপি। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছে তারা।
Comments are closed.