ডেঙ্গিতে আক্রান্ত মনমোহন সিং, আপাতত ভালো রয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী

ডেঙ্গিতে আক্রান্ত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবারই AIIMS-এর তরফে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়। এর আগে করোনায় সংক্রমিত হয়েছিলেন তিনি। করোনার পরেই ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ৮৯ বছরের মনমোহন সিং এর স্বাস্থ্য নিয়ে চিন্তিত অনুরাগীরা। যদিও হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। 

কয়েকদিন আগেই জ্বর, শ্বাসকষ্ট সহ একাধিক শাররীক সমস্যা দেখা যায় তাঁর শরীরে। করোনার উপসর্গ থাকায় তাঁর কোভিড টেস্ট করানো হলে রিপোর্ট পজেটিভ আসে। এরপর তাঁকে দিল্লির AIIMS-এ ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে যান। এরপর গত বুধবার ফের একবার তাঁকে AIIMS ভর্তি করানো হয়। একাধিক শারীরিক পরীক্ষা করা হয় তাঁর। আর তাতেই ধরা পড়ে তাঁর শরীরে প্লেটলেট নিম্নমুখী। যদিও এদিন হাসপাতালের বিবৃতিতে জানানো হয়েছে বর্তমানে তিনি ভালো রয়েছেন। তাঁর প্লেটলেট কাউন্ট ধীরে ধীরে বাড়ছে। 

এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী অসুস্থার খবর পাওয়া মাত্র তাঁকে দেখতে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য তাঁকে দেখতে হাসপাতালে যান। সেই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা প্রার্থনা করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Comments are closed.