হলিউডের কনসেপ্ট থেকেই হুবহু ‘কপি’! তবুও, ব্যবসা করেছে কয়েক কোটি টাকার ৯০ দশকের বলিউডের কিছু চলচ্চিত্র
বাংলা প্রবাদ বাক্য আছে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। এই চুরি বিদ্যা বা বলা ভাল রিমেক এর জোরে শিকে ছিঁড়েছে বহু বলিউড ছবির। বিভিন্ন সময় দক্ষিণী ছবি বা হলিউড ছবির ভাবনা ধার করে তৈরি হয় হিন্দি চলচ্চিত্র। তারমধ্যে বেশ কিছু ছবি পাকাপাকিভাবে জায়গা করে নেয় দর্শকের মনে।
1975 সালে মুক্তি পায় অল টাইম হিটস ছবি শোলে। মুক্তি পাওয়ার পর শোলের ডায়লগ ফিরতে থাকে মানুষের মুখে মুখে। আপনার কি জানেন এই শোলে সিনেমাটির কনসেপ্ট একটি হলিউড ছবি থেকে নেওয়া। শুধু একটি নয় এরকম আরো চারটি আমেরিকান ছবি আছে যার থেকে শোলের বেশ কিছু দৃশ্য অনুকরণ করা হয়েছিল। সেলিম জাভেদ জুটি “দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’, ‘ফর এ ফিউ ডলার্স মোর’, ‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’ এবং ‘ওয়ান্স আপন এ টাইম ইন দ্য ওয়েস্ট’—এই চারটি ছবি থেকে শোলে সিনেমাটির প্লট তৈরি করেন।
নব্বইয়ের দশকের অন্যতম হিট সিনেমা ছিল বাজিগর। এই ছবির গান ও ডায়লগ যথেষ্ট হিট হয়েছিল সেই সময়। তার পাশাপাশি বক্সঅফিসেও তুমুল সাফল্যের মুখ দেখেছিল শাহরুখ-কাজল ও শিল্পা অভিনীত এই ছবিটি। আপনারা হয়তো অনেকেই জানেন না এই ছবিটিও একটি ইংরেজি সিনেমা আ কিস বিফর ডাইং থেকে নেওয়া। ইংরেজি সিনেমাটাও একটি ইংরেজি উপন্যাস থেকে নির্মিত হয়েছিল।
সঞ্জয় দত্ত অভিনীত মুন্নাভাই এমবিবিএস ছবিটি বলিউডের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ছবি। এই ছবিটির দৌলতে রাতারাতি নতুন পরিচয়পত্ সঞ্জয় দত্ত ওরফে মুন্না ভাই। আপনারা হয়তো অনেকেই জানেন না 1998 সালে নির্মিত প্যাচ অ্যাডামস ছবির রবিন উইলিয়ামস এর চরিত্রটি থেকে মুন্না ভাই চরিত্রটি অনুপ্রাণিত।
2012 সালে অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অভিনীত ও মাই গড ছবিটি বলিউডে এক নতুন অধ্যায় শুরু করে। খিলাড়ি কুমারের এই ছবিটি অস্ট্রেলীয় ছবি “দ্যা ম্যান হু সিউড গড’ থেকে অনুকরণ করা হয়েছে।কাঞ্জি ভিরুধ কাঞ্জি নামে একটি ভারতীয় নাটক এই ছবির গল্প থেকে নেওয়া হয়েছে।
বলিউডে হরর ছবিগুলির মধ্যে অন্যতম বিপাশা বসু ,দিনো মারিয়া অভিনীত রাজ ছবিটি। রাজ ছবিটির ধারণা হোয়াট লাইজ বিনিদ ছবিটি থেকে ধার করা হয়েছে। যদিও রাজ ছবিটি বিশেষভাবে জায়গা করে নিয়েছিল দর্শকদের মনে।
কিছু ছবি ছক্কা হাঁকায় বক্স অফিস। আবার কিছু ছবি মুখ থুবরে পড়ে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই। আজ আপনাদের এমন কিছু হিন্দি ছবির কথা বলব যে ছবিগুলির কনসেপ্ট ধার করা হলেও আয়ের দিক থেকে টেক্কা দিয়েছে হলিউডকেও।
Comments are closed.