করোনা আবহের জের। সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা বাতিল। স্থগিত দ্বাদশের পরীক্ষাও। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে গেলেও কবে নেওয়া হবে তা জানানো হয়নি। ১ জুন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
মে মাসে শুরু হওয়ার কথা ছিল সিবিএসই বোর্ডের পরীক্ষা। ৪ মে থেকে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। দশম শ্রেণির পরীক্ষা ৭ জুন পর্যন্ত অফলাইনে লিখিত ভাবে নেওয়ার কথা ছিল। দেশে তখনও সেইভাবে করোনার দ্বিতীয় ঢেউ আসেনি। ক্রমে সংক্রমণের সংখ্যা বাড়তেই বিভিন্ন রাজ্যে যে সব স্কুল, কলেজ খোলা হয়েছিল, তা বন্ধ করে দেওয়া হয়।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রকে অনুরোধ করেছিলেন পরীক্ষা বাতিলের জন্য। সেইমত বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ও শীর্ষ পর্যায়ের আধিকারিকরদের আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়।
Comments are closed.