২ মার্চ থেকে কলকাতার বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতি শুরু হয়েছে। উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতায় থেকে একটুকরো বারাণসীর অভিজ্ঞতা পেতে সন্ধ্যে বেলা অনেকেই গঙ্গার পাড়ে ভিড় জমাচ্ছেন। গঙ্গা আরতি নিয়ে এবার আরও একটি আকর্ষণীয় পরিকল্পনা করেছে রাজ্যের পর্যটন দফতর। শুধু পাড়ে বসেই নয়, ইচ্ছে করলে আপনি এবার গঙ্গাবক্ষে থেকেও আরতি দেখতে পারবেন।
সম্প্রতি পর্যটন দফতরের তরফে জানানো হয়েছে, এবার ক্রুজে চেপেও গঙ্গা আরতি দেখার ব্যবস্থা থাকছে। যার জন্য মাথাপিছু খরচ পড়বে ১০০ টাকা। ১ ঘন্টা গঙ্গায় ঘুরবে ক্রুজটি। যদিও ক্রুজে চড়ার জন্য আগাম টিকিট কাটার কোনও ব্যবস্থা থাকছে না। গিয়েই টিকিট কাটতে হবে। তবে তার জন্য বাজে কদমতলাঘাটের জেটিতে ৫.৪৫ এর কিছু আগে পৌঁছে যেতে হবে। গরমকালে গঙ্গা আরতি শুরু হয় ৬ টা থেকে চলবে ৭.৪৫ পর্যন্ত। তবে ক্রুজ পরিষেবা আপাতত শনি এবং রবিবারই মিলবে।
Experience the divinity of the #GangaAartiDarshan, on the luxurious M.V. Chitrarekha and witness the mesmerizing evening ritual of #GangaAarti while cruising along the river Ganges.
Reserve your spot for an unforgettable spiritual journey at just Rs. 100 per head. pic.twitter.com/fJvL4ljqob
— West Bengal Tourism (@TourismBengal) March 23, 2023
শুধু গঙ্গা আরতিই নয়, থাকছে পেট পুজোর ব্যবস্থাও। যেটির পাশে রয়েছে একটি সুসজ্জিত ভেসেল। পর্যটন দফতরের পরিচালিত এই রেস্তোরাঁটাতে থাকছে হরেকরকমের খাওয়াদাওয়ারও। গঙ্গা আরতির দর্শন শেষ করে ঢুঁ মারতেই পারেন রেস্তোরাঁতে।
Comments are closed.