ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মামলা পৌঁছালো সুপ্রিম কোর্টে

এবার সুপ্রিম কোর্টে পৌঁছালো ভুয়ো ভ্যাকসিন কাণ্ড। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এক আইনজীবী।

ভুয়ো আইএএস কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে যে নির্দেশ দিয়েছিলেন বিচাপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি এবং বিচারপতি অনিরুদ্ধ রায়, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অজিত মিত্র।

পিটিশনে তিনি দাবি করেছেন, দেশে আটটি কেন্দ্রীয় ল্যাবরেটরি এবং বিভিন্ন রাজ্যে ৪৭ টিরও বেশি ল্যাবরেটরি রয়েছে। ল্যাবরেটরিগুলিতে পরীক্ষার পরেই কোনও ভ্যাকসিন ভুয়ো না আসল তা নিয়ে নিশ্চিত হওয়া যায়। পরীক্ষা ছাড়া কী করে বিচারপতিরা দেবাঞ্জনের দেওয়া ভ্যাকসিনকে ভুয়ো বলে দাবি করছেন তা নিয়ে SLP তে আপত্তি তুলেছেন ওই আইনজীবী। পাশাপাশি তাঁর অভিযোগ, কলকাতা পুলিশও ভুয়ো ভ্যাকসিন বলে তদন্তে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। কিন্তু আদতে ভ্যাকসিনগুলি কীসের তা নিয়ে সঠিক তথ্য প্রকাশ্যে আসছে না।

এছাড়াও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, এখনই এই মামলায় সিবিআইয়ের হস্তক্ষেপের প্রয়োজন নেই। আইনজীবী অজিত মিত্র সুপ্রিম কোর্টে দায়ের করা SLP তে এই নির্দেশের বিরোধিতা করে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন।

কসবার একটি ক্যাম্প থেকে ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের গ্রেফতারির পরেই তোলপাড় পরে যায় রাজ্যে। এখনও ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে শাসক বিরোধী তরজা জারি রয়েছে। এই আবহে সুপ্রিম কোর্টে পিটিশন দায়েরের জেরে নয়া মোড় নিল এই মামলা।

Comments are closed.