রাজপথের নাম বদলে হয়েছে কর্তব্য পথ। রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যবাহী উদ্যানের এবার নাম বদল করল কেন্দ্র। রাষ্ট্রপতি ভবনের সামনের উদ্যানটি যেটি এতদিন মুঘল গার্ডেন নামে পরিচিত ছিল। এবার থেকে সেটির নতুন নাম হয়েছে অমৃত উদ্যান।
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে অমৃত মহোৎসব পালন করছে কেন্দ্র। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই ঐতিহ্যবাহী উদ্যানের নাম রাখা হয়েছে অমৃত উদ্যান। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভবনের ভেতরে সবকটি উদ্যান মিলিয়েই একত্রে নাম রাখা হয়েছে অমৃত উদ্যান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে এই নাম রেখেছেন বলে রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি নভিকা গুপ্ত জানিয়েছেন। সেই সঙ্গে আরও জানানো হয়েছে, আগামী ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উদ্যানের উদ্বোধন করবেন। উল্লেখযোগ্য বিষয় হল, আগামী ৩১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সাধারণের জন্য এই উদ্যান খোলা থাকবে।
রাষ্ট্রপতি ভবনের এই উদ্যান দিল্লির একটি অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। বছরের একটি নির্দিষ্ট সময়ে সাধারণ যাত্রীদের জন্য এই উদ্যান খোলা থাকে। দেশ বিদেশের অসংখ্য মানুষ এই উদ্যান দেখতেও যান। এবার সেই উদ্যানেরই নাম বদল করল কেন্দ্র।
Comments are closed.