কৃষক নেতা রাকেশ টিকায়েত দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে। কয়েক দিন আগেই তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন এই কৃষক নেতা। সূত্রের খবর, বুধবার দুপুরে নবান্নে যাবেন টিকায়েত।
মঙ্গলবার রাতেই কলকাতা পৌঁছে গিয়েছেন রাকেশ টিকায়েত। সূত্রের খবর মঙ্গলবার তৃণমূল নেতাদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছেন। বুধবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
বাংলার নির্বাচন শেষ। সামনেই পাঞ্জাব, উত্তরপ্রদেশ সহ ৬ রাজ্যে ভোট। এই অবস্থায় বিজেপি বিরোধী মুখ হিসেবে মমতার সঙ্গে কৃষক নেতার এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ।
দিল্লিতে গত এক বছর ধরে কেন্দ্রের তিন নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন কৃষকরা। তারই নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত।
বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে রেকর্ড সংখ্যক আসন জয় লাভের পরেই সারা দেশব্যাপী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান বিরোধী মুখ হিসেবে উঠে এসেছেন মমতা ব্যানার্জি। এই আবহে রাকেশ টিকায়েতের মমতা-সাক্ষাৎ যথেষ্ট অর্থবহ বলে মত রাজনীতির কারবারিদের একাংশের।
Comments are closed.