রাত পোহালেই কৃষকদের ডাকা ভারত বনধে স্তব্ধ হবে দেশ। দিল্লিতে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। সরকারের সঙ্গে আলোচনায় ফল না মেলায় ৮ ডিসেম্বর ভারত বনধ ডেকেছেন তাঁরা। তাতে সমর্থন জানিয়েছে অন্তত ১৬ টি রাজনৈতিক দল। বনধ সফলে সরাসরি রাস্তায় না নামলেও নীতিগতভাবে সমর্থন করেছেন মমতা ব্যানার্জি। কংগ্রেস, সিপিএম, সিপিআই, সিপিএমএল লিবারেশন, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আরজেডি, পিএজিডি, সমাজবাদী পার্টি, এনসিপি, ডিএমকে সম্মিলিতভাবে বিবৃতি দিয়ে কৃষকদের ডাকা ভারত বনধকে সমর্থন জানিয়েছে। শিবসেনা ও টিআরএস কৃষকদের পাশে আছে বলে পৃথক বিবৃতি দিয়েছে।
সবমিলিয়ে দিল্লির কৃষক বিক্ষোভ এক সরলরেখায় নিয়ে এসেছে বিজেপি বিরোধী দলগুলোকে। নাগরিকত্ব আইনের বিরোধিতায় এমন দেখা গিয়েছিল। যখন আইনের তীব্র বিরোধিতা আসে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে। বাংলার মুখ্যমন্ত্রী রাস্তায় নামেন। তীব্র বিক্ষোভ চলে দেশজুড়ে। তারপর ফের বিরোধীদের এক সুতোয় বেঁধে দিল কৃষকদের আন্দোলন।
কৃষক সংগঠনগুলো বিরোধী রাজনৈতিক দলের সমর্থনকে স্বাগত জানিয়েছে। কিন্তু কোনও রাজনৈতিক দল যেন তাঁদের পতাকা নিয়ে না আসেন, তা নিশ্চিত করার বার্তাও গেছে কৃষক নেতৃত্বের তরফে।
Comments are closed.