সাত মাস বন্দি থাকার পর মুক্তি পেলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ ফারুক আবদুল্লা। গত ৫ অগাস্ট জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়ার পর তাঁকে বন্দি করা হয়েছিল। ১৭ অগাস্ট তাঁর উপর জন নিরাপত্তা আইন প্রয়োগ করা হয়। শুক্রবার নির্দেশিকা জারি করে তাঁর মুক্তির খবর জানিয়েছে স্বরাষ্ট্র দফতর।
জম্মু-কাশ্মীরে ৩ বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন ফারুক আবদুল্লা। মুক্তির খবর পাওয়ার পরই ফারুক আবদুল্লাকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
ট্যুইটে ফারুক আবদুল্লার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করার পাশাপাশি মমতা ব্যানার্জি অন্য দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ফারুক আবদুল্লা পুত্র ওমর আবদুল্লাকেও দ্রুত মুক্তি দেওয়ার আবেদন জানান। তাঁদের উপর থেকে পিএসএ প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
অবিলম্বে ফারুক আবদুল্লার মুক্তি চেয়ে বিরোধী দলের নেতারা কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই সঙ্গে জন নিরাপত্তা আইনে (পিএসএ) বন্দি ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিরও মুক্তি চেয়েছিলেন তাঁরা।
Comments are closed.