কার্যত আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন। কাতার বিশ্বকাপের পর যে কয়েকটি নাম নিয়ে সারা বিশ্বে আলোচনা হয়েছে তার মধ্যে এক্কেবারে প্রথমের দিকেই রয়েছে আর্জেন্টিনার গোল রক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ মিটলেও বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছেই না। এর মধ্যেই ফের একবার ফিফার বিশেষ সম্মান পেতে চলেছেন মার্টিনেজ।
বর্ষসেরা গোলরক্ষকদের নাম ঘোষণা করেছে ফিফা। ফিফার তিন বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় রয়েছেন মার্টিনেজ। তাঁর সঙ্গেই রয়েছেন মরোক্কোর গোলরক্ষক ইয়াসিন বনু এবং বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়া। তবে বর্ষসেরার মুকুট জয়ের লড়াইয়ে বাকি দু’জনের থেকে মার্টিনেজকেই এগিয়ে রাখছেন অনেকে। কোয়ার্টার ফাইনাল বা ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে মার্টিনেজের গোলকিপিং। টুর্নামেন্টের সেরা গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভসও জয়ী হয়েছেন। সব মিলিয়েই বাকি দুই গোলরক্ষকের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন আর্জেন্টিনার মার্টিনেজ।
উল্লেখ্য, গোল্ডেন গ্লাভস জয়ের পর মার্টিনেজের অঙ্গভঙ্গি নিয়ে ফুটবল দুনিয়ায় তীব্র বিতর্ক হয়েছিল। এখানেই শেষ নয়। জয়ের উদযাপন করতে গিয়েও ফরাসি তারকা এমবাপেকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এমনকি ফরাসি ফুটবল সংস্থা মার্টিনেজের বিরুদ্ধে ফিফায় অভিযোগও জমা দিয়েছিল। তবে সব কিছু ছাড়িয়ে ফের এলবার মার্টিনেজের মুকুটে নয়া পালক।
Comments are closed.