কার্যত ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্যও মিলবে সংরক্ষণ। সোমবার এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। আর্থিকভাবে অনগ্রসরদের জন্যও সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এদিন সরকারের সেই সিদ্ধান্তকে বৈধ বলে স্বীকৃতি দিলেন পাঁচ বিচারপতির বেঞ্চের ৩ বিচারপতি। সংরক্ষণের ফলে উচ্চশিক্ষা এবং সরকারি চাকরি ক্ষেত্রে ১০% সংরক্ষণ পাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী।
গত সেপ্টম্বরে মামলার শুনানি শেষ হলেও এতদিন রায় দান স্থগিত রেখেছিল দেশের শীর্ষ আদালত। ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের ৩ বিচারপতি সংরক্ষণের পক্ষে রায় দেন। ওই ৩ বিচারপতি হলেন, দীনেশ মহেশ্বরি, বেলা এ ত্রিবেদী এবং জে বি পর্দিওয়ালা। এদিন সংরক্ষণের বিপক্ষে রায় দেন বিচারপতি এস রবীন্দ্র এবং বিচারপতি ইউ ইউ ললিত
Comments are closed.