১ হাজার নয়, প্যান আধার লিঙ্ক করা না থাকলে জরিমানা আরও বাড়বে; জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
প্যান আধার লিঙ্কের সময় সীমা বাড়ানো হয়েছে। যদিও ১ হাজার টাকা জরিমানা বহাল রয়েছে। জরিমানায় টাকার পরিমাণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বারবার বিরোধীদেরও প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। একজন সাধারণ নিম্ন বিত্তের মানুষের পক্ষে কি সম্ভব ১০০০ টাকা জরিমানা দিয়ে প্যান-আধার লিঙ্ক করা? এ নিয়ে দেশ জুড়ে শোরগোল চলছে।
তবে জরিমানার ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। বিরোধীদের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাফ জানিয়ে দিয়েছেন, জরিমানা কমবে না বরং নির্ধারিত সময়ের মধ্যে সংযুক্তিকরণ না করলে জরিমানা আরও বাড়বে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, সরকারের পক্ষে যতটা সময় দেওয়া সম্ভব ছিল দেওয়া হয়েছে। দ্রুত প্যান আধার সংগযুক্ত করে নিন। বর্তমানে ১০০০ টাকা জরিমানার সিদ্ধান্ত বহাল থাকছে। তবে সময় পেরিয়ে গেলে সেই জরিমানার টাকার পরিমাণও আরও বাড়বে। প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত আধার প্যানের লিঙ্ক বিনামূল্যেই হয়েছে। তারপর ১ এপ্রিল থেকে ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছিল। ২০২২-এর ১ জুলাই থেকে সেই জরিমানার পরিমাণ বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। বর্তমানে ৩১ মার্চের জায়গায় প্যান-আধার লিঙ্কের সময়সীমা ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।
Comments are closed.